তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আজ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ।
সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোভাযাত্রা শেষে উপজেলা বঙ্গবন্ধু কর্নারে সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আবু সালেহ মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম, উপজেলা সমবায় অফিসার আশীষ আচার্য,উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।