মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ আকাশে উদ্ভুদ আলোক রশ্মি দেখে চমকে উঠেছেন সাতক্ষীরাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ আলোকরশ্মি দেখা যায়। রশ্মি ঘিরে অনেকের মনে প্রশ্ন এবং ব্যাখ্যা ভীতি ও কৌতূহল সৃষ্টি হয়েছে। আলোক রশ্মিটির কারনে এসময় অনেকে আতঙ্কে উঠেছে।
এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উছেছে। লাইফে ফার্স্ট টাইম আকাশে এমন কিছু দেখলাম জানিনা এটা কি?’ ‘আকাশে এইটা কি দেখলাম জীবনের প্রথম পাগল হইয়া যাওয়ার মত অবস্থা ‘এমন ধরনের মন্তব্য করতে থাকেন ব্যবহার কারীরা। আকাশে এমন দৃর্শ্য অনেকের নজরে এসেছে কিন্তু সেটি কি কেউ সানাক্ত পারেনি। প্রিন্স ইয়ারুল নামের একজন লিখেছেন,গতকাল বাংলাদেশ এর সময় রাত ১২ টা ৫৫ মিনিটে চীনের জিচাং উৎক্ষেপণ ক্ষেত্র থেকে ৩৬ টি উপগ্রহ নিয়ে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে যা আজ সন্ধ্যায় বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে ৷
এ ব্যাপারে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, মেঘ ও সূর্যের রশ্মির ফলে এমন আলোক রশ্মি দেখা দিয়েছে। এটা আতঙ্কে উঠার মত কোন কিছু নই জানিয়ে বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।