জাকির হোসেন সুমন,ব্যাুরো চিফ ইউরোপঃ শীত মৌসুম শুরু হবার সাথে সাথেই প্রবাসী বাংলাদেশীদের বরফে আচ্ছাদিত পর্বত ভ্রমণ শুরু হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর গ্রামবাসীর আয়োজনে হয়ে গেলো কর্তিনা পর্বত ভ্রমণ ও বনভোজন।
কর্মব্যস্ত ময় প্রবাস জীবনে কিছুটা প্রশান্তি ও বিনোদনের জন্য আয়োজন করা হয় ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আব্দুল্লাপুর গ্রামবাসীর আয়োজনে পর্বত ভ্রমণ ও বনভোজন ।
ইতালির ভেনিস হতে তিন টি বাস যোগে প্রায় ১ শত ৬০ জন কে নিয়ে কর্তিনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাঝ পথে যাত্রা বিরতি দিয়ে সকালের নাস্তা শেষে পূনরায় রওনা দিয়ে দুপুরে কীর্তিনা তে পৌছানোর পর দুপুরের খাবার পরিবেশন করা হয়।
পর্বত ভ্রমণ ও বনভোজন আয়োজক আব্দুল্লাপুর গ্রামের মশিউর রহমান ও মতিউর রহমান এর নেতৃত্বে সকলে ক্যাবল কারে করে বরফের রাজ্যে পারি জমায় সকলে। ভূমি হতে প্রায় ৩ হাজার ২ শ মিটার উচ্চতায় সকলে আনন্দে মেতে উঠে ।
পর্বতের উপরে সকলে স্কি খেলা উপভোগ সহ প্রবাসী বাংলাদেশীরা আনন্দে মেতে উঠে । পরিশেষে উপস্থিত সকলের মধ্যে লটারিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার আগামী রবিবার প্রদান করা হবে বলো জানান আয়োজকেরা ।