রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ ১৭ই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১০ঘটিকায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে ৪/৫টি গ্রামের জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ না করার দাবীতে এ মানববন্ধ কর্মসূচী পালন করে স্থানীয় জনসাধারন সহ ১ টি বেসরকারী কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতী শিশু ও তাদের অবিভাবকগন ।
সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী প্রাচীন বাংলার রাজধানী ক্ষ্যাত পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (যা সোনারগাঁ জাদুঘর নামে সারা বিশ্বে পরিচিত) মধ্যে মেইল বন্ধন সৃষ্টির লক্ষে ভ্রমন পিপাসু পর্যটকদের সুবিদার্থে জাদুঘর হইতে সরাসরী পানাম নগরীতে ঢুকার জন্য একটি রাস্তা নির্মানের অনুমুতি চেয়ে দীর্ঘ ১ বছর আগে জাদুঘর পরিচালক সাংস্কৃতি মন্ত্রনালয়ে একটি চিঠি প্রেরন করেন। সেই মোতাবেক জাদুঘর কতৃপক্ষ রাস্তা অধিকরনের জন্য স্থানীয় জায়গার মালিকদের নোটিশ প্রধান করেন।
এই রাস্তা নির্মানে ৪/৫ গ্রামের জনসাধারন পরবে বিপাকে।সাধারন জনগনের হাট বাজার ও হাসপাতালে যাওয়ার প্রধান সড়ক এটি।গ্রামের ভিতরের এই রাস্তা বন্ধ করে দিলে কয়েক হাজার মানুষ ও স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হবে।
এমতাবস্তায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং এলাকার প্রায় তিন হাজার জনবসতি স্থায়ী লোকজন ও স্কুল, মাদ্রাসায় পড়ুয়া সকল ছাত্রছাত্রী ও অভিবাবকসহ পানাম নগর, বাগমুছা, খাগুটিয়া লাহাপাড়া কৃঞ্চপুরা গ্রামের যাতায়াতের সুবিধাভুগী সকল জনসাধারন একত্রিত হয়ে এই মানববন্ধনের ডাক দেন।মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।
এই রাস্তা দিয়ে এলাকার সকল জনগনের যাতায়াত বিধায় রাস্তাটি বন্ধ না করার জন্য অনুরোধ করেন।এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বিহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর বরাবরে চিঠি পাঠিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী সকলের দাবী গ্রামের এই রাস্তাটি বন্ধ না করে উড়াল সেতুর মাধম্যে পর্যটকদের জাদুঘর হইতে পানাম নগরীতে ঢুকার ব্যবস্থা করলে হয়তো স্থানীয় জনসাধারনের চলাচলের রাস্তাটি ঠিক থাকবে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা পরিবার শেখ ফরিদ,ঝুনু, বাদল,সমর সরকার, এলাকার নেতা মোতালিব হোসেন স্বপন, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর জায়েদা আক্তার মনি,সাবেক কমিশনার মোঃ আমির হোসেন,পৌরসভার যুবলীগ সভাপতি মোঃ আসাদ মিয়া, স্বেচ্চাসেবকলীগ এর সাবেক সভাপতি হুমায়ুন কবির মোল্লা খোকন,উদয়ন কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ পারভেজ,ইঞ্জিঃ মোঃ মহিউদ্দীন,পল্লীবিদ্যুৎ ইঞ্জিনিয়ার নয়ন,আদমপুর বাজার সমিতির সহ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মোল্লা,সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন,সমাজ সেবক রজব আলী,সমাজ সেবক মোহাম্মদ আলী,মোঃ সোলায়মান,মোঃজামান প্রধান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।