মোঃ শরিফুল ইসলাম,লালপুর,নাটোর প্রতিনিধিঃ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় নাটোরের লালপুরে আশা শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকাদের নিয়ে ২দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাঞ্চ ম্যানেজার মোছাঃ আমেনা খাতুনের সভাপতিত্বে আশা বেরিলাবাড়ী ব্রাঞ্চ কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষন কর্মশালা বুধবার (১৮ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর আবদুল্লাহ আল মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা বেরিলাবাড়ী ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও আশা শিক্ষা কেন্দ্রের শিক্ষা সুপারভাইজার সকিন আলী। উক্ত প্রশিক্ষন কর্মশালায় ১৫ জন শিক্ষা সেবিকা অংশগ্রহন করেন।