মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ যেখানেই অসহায়ের আর্থনাত সেখারেই সংকল্প রক্তের বন্ধন এই প্রতিপাদ্য কে সামনে রেখে, প্রতিবছরের ন্যায় এবারের শীত মৌসুমেও নীলফামারীর ডোমারে উত্তরাঞ্চলের শীতার্ত অসহায় মানুষদের মাঝে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংকল্প রক্তের বন্ধন’ এর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ। ধাপে ধাপে শীতার্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে উপহার স্বরূপ বিতরণ করছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
বুধবার (২৫শে জানুয়ারী) সকালে ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংকল্প রক্তের বন্ধন’ এর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন—সংকল্প রক্তের বন্ধনের সভাপতি সিহাব হাচান শাসন ও সাধারণ সম্পাদক মো. রাজ্জাক হোসেন গোলাপ।
এছাড়াও কার্যক্রমে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংকল্প রক্তের বন্ধন’ এর সহ-সভাপতি এটিএম জুয়েল আক্তার সরকার, সোহেল ইসলাম সহ সভাপতি , যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন রায়, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ ইসলাম সানভির রহমান মিলন সহ সভাপতি, আইন বিষয়ক সম্পাদক মিঠু, কনক রায়, রাজিবুল ইসলাম রাজিব পরিচালক আরুন রায়,আহসান হাবিব এ এস ই ডোমার থানা, সাজু ইসলাম, ইব্রাহিম প্রমূখ সহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ।
এবিষয়ে সংকল্প রক্তের বন্ধনের যুগ্ম সাধারন সম্পাদক স্বপন রায় বলেন প্রতিবছরের ন্যায় এবারও আমরা শীতবস্ত্র বিতরণ করছি সংকল্প রক্তের বন্ধন সভাপতি সিহাব হাচান শাসন এর নেতৃত্বে যেখানেই অসহায় শীতার্থ মানুষ আমাদের সেখানেই ছুটে চলা অব্যাহত থাকবে। এবার পৃথকভাবে আমাদের স্বেচ্ছাসেবকরা শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন। এর আগেও,y দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আমাদের সংগঠন সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে।