নিজস্ব প্রতিবেদকঃ ১০১ জন কৃষক, কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ৯৭ লক্ষ টাকা প্রকাশ্যে ঋণ দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের বালিয়া শাখা৷
বুধবার (১ ফেব্রুয়ারি) বালিয়া শাখায় এ প্রকাশ্য ঋণ বিতরণ করা হয়৷
বাংলাদেশ কৃষি ব্যাংক বালিয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ মাছুদুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা মিটানোর প্রধান কারিগর হল এদেশের কৃষক। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কৃষি উৎপাদন বাড়ায় বলে এ দেশ আজ প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ন।
তিনি বলেন, অর্থের অভাবে কৃষকদের ফসল উৎপাদন কোনভাবেই যেন ব্যাহত না হয় সেজন্য নিরলসভাবে গ্রাহকসেবা নিশ্চিত করে কৃষি ব্যাংক কৃষকদের কৃষি ঋণ বিতরণ করে যাচ্ছে। বাংলাদেশ কৃষি ব্যাংক করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ সমূহ শতভাগ বাস্তবায়ন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যে কারণে বৈশ্বিক অর্থনৈতিক এ সংকটে দেশে খাদ্য সংকট দেখা যায়নি। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল এদেশের কৃষক। তারাই দেশের প্রধান নায়ক।
তিনি কৃষকদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশনাবলীর আলোকে দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর পরামর্শ দেন। দেশের কোন ফসলী জমি যেন অনাবাদী না থাকে সে দিকে লক্ষ্য রাখার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিতিত
ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের মহব্যবস্থাপক মোঃ খালেদুজ্জামান। আমতা ইউনিয়েনর চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, চৌহাট ইউনিয়েনের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।