হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাট মহকুমার থেকে জেলা ঘোষণা করেছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। সেই জেলার ৩৯ তম বর্ষপূর্তির উপলক্ষে আনন্দ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চে জাতীয় পার্টির আয়োজনে এ আনন্দ উৎসব অনুষ্ঠান হয়।
লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. মোঃ নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী, সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য রুহুল আমিন দুদু, আনসার আলী, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক আছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশ গঠনের এরশাদের শাসন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এবং আওয়ামী লীগ নেতা ও লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সাম্প্রতিক সময়ে মহান সংসদে এরশাদ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানান।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।