তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হাসান উদ দৌলা, ডাঃ মির্জা রিয়াদ হাসান,তাহিরপুর সদর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল তালুকদার, সাংবাদিক আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, সাংবাদিক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি হাবিবুর রহমান খেলু, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন বিগত বছরের ন্যায় এবারো আমরা সকলে মিলে যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খলভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবো।