শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর পত্রিকা ও পাঠক সংগঠন স্বজন সমাবেশের ২ যুগে পদার্পণ
উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের
আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল,বর্ণাঢ্য র্যালী,আলোচনাসভা,কেক
কর্তন,যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্প সারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম
বাবুল স্মরণে স্মরণসভা,দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। যুগান্তর স্বজন
সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা ও শাহজাদপুর সরকারি কলেজ শাখা যৌথভাবে এ
অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, পূরভী থিয়েটার
ও রংধনু মডেল স্কুল। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন,
বিশিষ্ট শিক্ষাবিদ চন্দন বসাক, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক
মাহবুবুর রহমান মিলন, দৈনিক মুক্ত খবরের সম্পাদক জাহাঙ্গীর আলম রমজান,কবি
মমতাজ উদ্দিন শেখ, কবি ম.জাহান, মানবিক সংগঠন ‘প্রচেষ্টা সবার জন্য’ এর
আহব্বায়ক শাহবাজখান খান সানি, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সালাম, ফকরুল
মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু। এতে
সভাপতিত্ব করেন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ও
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন। অতিথিবৃন্দ তাদের
বক্তব্যে বলেন, ২ যুগের সেরা সংবাদ মাধ্যম দৈনিক যুগান্তর পাঠক হৃদয় জুড়ে
জায়গা করে নিয়েছেন। এ পত্রিকাটি যেমন আপসহীন তেমনি বস্তুনিষ্ঠ্য সংবাদ
পরিবেশনে মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও দূর্ণীতি তুলে ধরে তা সমাধানে
নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। ফলে দিন দিন তার পাঠকপ্রিয়তা বেড়েই চলেছে।
আমরা এই পত্রিকার উত্তোর উত্তোর সাফল্য কামনা করি। বক্তারা আরও বলেন,
পত্রিকাটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল একজন শুধু
সফল শিল্প উদ্যাক্তাই নয়,তিনি একজন নির্ভীক দেশগড়ার কারিগর। দেশে গঠনে
তার ভূমিকা অপরিসীম। আলোচনা শেষে এ অনুষ্ঠানে মরহুম নুরুল ইসলাম বাবুলের
রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও
মোনাজাত পরিচালনা করেন,রংধনু মডেল স্কুলের শিক্ষক মুফতি মওলানা মো: ওমর
ফারুক। এ দোয়া মোনাজাতকালে যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম এমপি ও তার
পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামানা করে দোয়া পরিচালানা করা হয়। এ
অনুষ্ঠানে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন,লিটন শেখ,আসাদুল ইসলাম
মিঠু,রংধনু মডেল স্কুলের শিক্ষক সন্তোষ কুমার বসাক,রবিউল ইসলাম, মোর্শেদ
আলম, শহিদ উদ্দিন, মোনোয়ার হোসেন, উষা রানী,তরী,রাজু,মিজানুর
রহমান,আশরাফুজ্জামান, আবুল কাশেম, হাবিবুর রহমান, আবু হানিফ, দ্বীন
মোহাম্মদ, সালমান রহমান চঞ্চল, তাজবীদ আহমেদ, স্বর্ণলী, ইমন হাসান,
শ্রাবণ্য, নীলা, রিয়া, মৌ, শাহিন ইসলাম, তুষার, আলমগীর, চয়িতা, সাইফ,
তুহিন, অন্তি দত্ত, প্রান্তি সাহা,অহনা,রসতু,আখি, ঐশি, দীপিকা, স্নিগ্ধা,
রুপালী, হ্যাপী, মেঘা প্রমুখ।