বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় শের-ই বাংলা গার্লস একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি সোমবার সকালে আসামপাড়া এলাকায় এই নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
চলিত শিক্ষাবর্ষে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের ভর্তি,বই বিতরণ ও পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে।
চলিত বছর ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্রী ভর্তি ও পাঠদান পরিচালিত হবে।
পাঠদান কার্যক্রম উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে সভাপতিত্ব করেন আসামপাড়া গ্রামের শিক্ষানুরাগী মো জাহিদ মিয়া। প্রতিষ্ঠানের পরিচালক সাইদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, আসামপাড়া আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম বাবু, গোয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান পারভেজ, বিশিষ্ট মুরুব্বি তমিজ উদদীন।
অনুষ্ঠানে বক্তারা নতুন একাডেমির সাফল্য কামনা করে বলেন, আসামপাড়া এলাকার নারী শিক্ষার মান উন্নয়নে শের- ই বাংলা গার্লস একাডেমি বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানের উন্নয়নে বক্তারা সহযোগিতার আশ্বাস দেন।