জাকির হোসেন সুমন,ব্যাুরো চীফ ইউরোপঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সাথে মিল রেখে বাংলাদেশ সময় রাত ১২ টা ১ মিনিটে ও ইতালি সময় রাত ৭ টা ১ মিনিটে ইতালির পাদোভা শহরে নির্মিত স্হায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি , অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাব , ও ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারী আমিকি ভুলিতে পারি গাইতে গাইতে পুষ্পস্তবক অর্পন করেন উপস্থিত সকলে। পৃথক পৃথক ভাবে শহীদ বেদীতে পুষ্পস্তবক কালে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান , উপদেষ্টা আমিনুল হাজারী, সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সহ সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী , সোহানুর রহমান উজ্জ্বল , সাইখ আহমেদ , সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , ভেনিসের মেস্রে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আফাই আলী। অপর দিকে অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সাধারন সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল । সে সময় ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান । সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান কবীর ইদ্রিস , ভেনিস আওয়ামীলীগ নেতা মশিউর রহমান , সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল , মোশারফ মোল্লা , জাহাঙ্গীর ছৈয়াল , মামুন ঢালী, হাই হাওলাদার , মানিক প্রমূখ।