আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল ছালেহকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেছেন হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আজ (২৪ ফেব্রুয়ারী২৩) শুক্রবার বিকেলে বাবুনগর মাদরাসায় এই সম্মাননা দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত খ্যাতিমান এনজিও সংস্থা আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন দেশের ধর্মীয় ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় এবং চট্টগ্রাম জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার শতবার্ষিক মাহফিল সফলতায় বিশেষ অবদান রাখায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ সাহেবকে আজ শুক্রবার বাদ আসর মাদরাসা মিলনায়তনে আমীরে হেফাজতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী নিজ হাতে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ি পরিয়ে দেন। এসময় ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা ওসমান গণি ও মাওলানা মোস্তফাসহ বাবুনগর মাদরাসার উস্তাদগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহফিল চলাকালীন মাওলানা সোহাইল ছালেহ পবিত্র ওমরা হজ্জে ছিলেন। উল্লেখ্য, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন দেশে শত শত মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা, রোহিঙ্গা পুনর্বাসন, ত্রাণ সহায়তা, নলকূপ, অজুখানা, নির্মাণ, কোরবানির পশু জবাই ও গরীব জনগনের মাঝে বিতরণ, গরীবদের মাঝে রিকশা ভ্যানগাড়ি বিতরণ, গরীব লোকজনের বিয়েতে অনুদান দেয়াসহ অসংখ্য সামাজিক ও মানবিক কাজ করে থাকে। আবুল খাইর ফাউন্ডেশনে মাধ্যমে ইতিমধ্যেই দেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। দারুল কারীম মাদরাসা ও বাঁশখালী মডেল মাদরাসাও আবুল খাইর ফাউন্ডেশনের একটি উপকারভোগী প্রতিষ্ঠান। আল্লাহ এই সংগঠনকে কবুল করুন আমিন।