মুসা মিয়া,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে একটি রেস্টুরেন্টে রোববার (২৬ ফেব্রুয়ারী) রাতে জেলা সম্মিলিত ব্যবসায়িক স্মার্ট ফোরামের আয়োজনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সবুজ ব্যবসায়িক স্মার্ট প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেসার্স নুরানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তাকিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মো. মফিজ উদ্দিন, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম ও আমদানীকারক মো. দূরুল হুদা।
বক্তারা বলেন, এর আগে যে কমিটি দ্বায়িত্ব পালন করেছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেই পানামা পোর্ট লিংক আমদানীকৃত পণ্য নির্দিষ্ট সময়ে লোড-আনলোড করেনা। এতে একজন ব্যবসায়ীকে ক্ষতির সম্মুখীন হতে হয়। আর তাই বন্দরের সকল দূর্নীতি বন্ধে প্রকৃত ব্যবসায়ীদের স্বার্থে সবুজ ব্যবসায়িক স্মার্ট প্যানেলে ভোট প্রদাণ করতে আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়।
সভায় আমদানীকারকের মৃত্যুতে ১ লক্ষ টাকা প্রদান, ইয়ার্ডের পাথর চুরি রোধে টিম নির্বাচন, বন্দরের ৫ নং গেট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত ধুলার জন্য সকাল বিকাল রাস্তায় পানির ব্যবস্থা করা, সদস্য অন্তর্ভূক্তি ফি ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা এবং ইন্ডিয়ান গাড়িতে মাদক আনা বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলোচনা করা হবে বলে জানিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেন মেসার্স আরিফ অর্ক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আরিফ উদ্দিন ইতি। মতবিনিময় সভায় সোনামসজিদ স্থল বন্দরের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৪ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সোনামসজিদ শুল্ক স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।