আমাদের গাঁ সবুজ শ্যামল
ফসলে ভরা মাঠ,
মাঠের পাশেই নদীর ওপার
নোয়াখালীর হাট।
সচ্ছ নীলাভ কাঁচের মতো
মেঘনা নদীর জল,
দিনে রাতে জোয়ার ভাটায়
করে ছল ছল।
আমাদের গাঁয়ের সবুজের শোভা
দেখবি কি ভাই আয়,
সেথায় পাবে রূপের পরশ।
বিকেল বেলায় মেঘনার বুকে
কিচিরমিচির গানের সুরে
ঐ বলাকা যায়।
মেঘনা নদীর কূলে কূলে,
নাচছে দুলছে কাশের ফুলে।
ভোলায় মেঘনার মাঝের চরে,
ভাটিয়ালি গানের সুরে।
কি অপরূপ আয় দেখে যাও
মেঘনা নদীর মাঝের চরে।
কাশের বনে বাঁশের বনে
শীতল হাওয়া বয়,
ভোলাজেলায় গাঁ
আমাদের এইতো পরিচয়।
এই গাঁয়ে জন্ম আমার
এটিই আমার গাঁ
গাঁ নয়রে গাঁ নয়রে এযে আমার মা!