নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় র্যাবের অভিযানে ৬ জন পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৬জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার ১৫ মার্চ সন্ধা ৬.৩০ মিনিট হতে রাত ৮ট.৩০ মিনিট পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল বাজার ও পুঠিমারী বাজার হতে (ক) সিপিইউ -০৬ টি, (খ) হার্ডডিক্স ১৪টি, (গ) মনিটর – ০৬ টি (ঘ) কিবোর্ড – ০৬ টি (ঙ) মাউস- ৬টি, (চ) কম্পিউটার ক্যাবল-১৭টিসহ পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল -কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘ দিন ধরে বিক্রয় করে আসতেছে তারা।
আটককৃত আসামীরা হলেন,
১। মোঃ তারেক রহমান (২০), পিতা-মোঃ ইসলাম আলী, সাং-কাংশপুর , ২। মোঃ উজ্জ্বল আলী (২৫), পিতা-মৃত আমত আলী, সাং খগরবাড়িয়া,৩। মোঃ আজিজুল হক (২৮),পিতা-মোঃ সাং-পুঠিমারী,৪। মোঃ আমির হোসেন পিতা-নায়েব আলী,সাং-ধুরউরি,৫। মোঃ শাহ গোলাপ (২৫),পিতা- মোঃ সিরাজ আলী, সাং-শেরকোল বাজার,৬। মোঃ সাগর আলী (২৩),পিতা- মোঃ বেলাল হোসেন, সাং-শেরকোল(হারোবাড়িয়া,সর্ব থানা-সিংড়া জেলা-নাটোরকে হাতেনাতে আটক করা করা হয়।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় “পর্নোগ্রাফি “নিয়ন্ত্রণ আইন২০১২ এর ৮(৩)/৮(৫) (ক), /৮(৫)(খ)/৮(৫)(গ)ধারায় মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।