মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ ১ মৌসুমে চলতি বছরে ৭ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও -২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,সহ-সভাপতি কামরুজ্জামান শামীম প্রমুখ । বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সহিদুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার আলী সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী , বালিয়াডাঙ্গী উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণীরা এ সময় উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ৫ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি উফসি জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ হাজার জন কৃষককে ১ কেজি করে পাট বীজ সহ মোট ৭ হাজার ২০০ জন কৃষকের মাঝে এসব প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হবে।