স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সহ প্রতিটি পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে দাকোপ উপজেলা প্রশাসন বাজার মনিটারিং শুরু করেছে।
৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টারদিকে চালনা পৌর এলাকার আঁচাভুয়া বাজার সহ উপজেলা সদর চালনা বাজারে কয়েকটি দাকোনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজলা সহকারি কমিশনার ভুমি পাপিয়া সুলতানা।ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে হাসপাতাল মোড়ে আঁচাভুয়া বাজারে মেসার্স ইসমাইল ষ্টোরকে তিনহাজার টাকা আর্থিক জরিমানা,ও সোহরাফ ষ্টোর কে পা্চশত টাকা আর্থিক জরিমানা করেন সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের হাকিম পাপিয়া সুলতানা। উপজেলা সহকারি কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, রমজান মাস কে কেন্দ্রকরে দ্রব্যমুল্য্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তরা যাতে হয়রনির শিকার না হয়,মানসম্মত পণ্য যাতে বিক্রিকরে কোন ভেজাল মিশ্রিত না করে। মুল্য সামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখা।ভোক্তরা দামে কোনভাবেই প্রতারিত না হয় তারজন্য এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।সরকারি যেদাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটারিং অব্যাহত থাকবে। এসময় উপস্হিত ছিলেন ভুমি অফিসের প্রধান অফিস সহকারি (নাজির) কিরন বালা, দাকোপ থানা পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান সহ সঙ্গীয় ফোর্স,উপজেলা ফায়ার সার্ভিস এর ইনচার্জ আবুল বাশার ও গনমাধ্যম কর্মীরা।