মোঃআফজাল হোসেন শান্তঃ লক্ষ্মীপুর সদর ও পৌর এলাকায় ৫,০০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন অধ্যক্ষ এম.এ.সাত্তার ট্রাস্ট। ঈদ উপহারের মধ্যে রয়েছে শাড়ি-লুঙ্গি। একই সাথে ইফতার বিতরণ করা হয়।
১৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের পরিচলনা করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও কারিগরি শিক্ষক ফেডারেশনের সভাপতি জনাব অধ্যক্ষ এম.এ.সাত্তার।
একইদিনে দুপুরে লক্ষ্মীপুর পাবলিক স্কুল মাঠেও এই কার্যক্রম পরিচালিত করা হয়। সেখানেও ৫,০০০ অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পরবর্তীতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব এম এ সাত্তার।
অধ্যক্ষ এম এ সাত্তার বলেন গরিব অসহায় মানুষ নতুন জামা পড়ে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও এসব উপহার সামগ্রী সবার কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী,সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর,জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শামসুদ্দিন সাজু সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।