বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দিবস পালিত হয়েছে।
গত ২৮ শুক্রবার সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই স্লোগান-কে নিয়ে এবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,সিদ্দিকুর রহসান, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জুল হোসেন, নিজপাট ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা বেগম।
সভায় বক্তারা বলেন, তৃণমুল পর্যায়ে সমাজের অসহায় সুবিধা বঞ্চিতদের-কে সরকারী ভাবে আইনগত সহায়তা দিতে এই কার্যক্রম বিস্তারে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তৃণমুল পর্যায়ে লিগ্যাল এইড বিষয়ে ব্যাপক প্রচার করা হলে গরীব মানুষ আদালতে অনেকটা আইনগত সহযোগিতা পাবেন।