রানা খান,প্রতিনিধি শ্রীপুর,গাজীপুরঃ পুলিশের কাজই জনগণের সেবা করা ।পুলিশ হচ্ছে জনগণের সেবক। থানায় জিডি করতে কোন টাকা লাগে না, কোন মামলা করতে গেলেও কোন টাকা লাগে না। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য কোন টাকার প্রয়োজন হয় না।আমার কোন পুলিশ সদস্য যদি কারো কাছে কোন টাকা চায় তাহলে সরাসরি আমাকে বলবেন, আমি সাথে সাথে ঐ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কথাগুলো বললেন গাজীপুর জেলার শ্রীপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এফ এম নাসিম।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১১টায় শ্রীপুর থানায় ওই পুলিশ কর্মকর্তার কক্ষে শ্রীপুরে কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওসি আরও বলেন, দালাল, বাটপার এবং পুলিশের সোর্স পরিচয়ে কোনো ব্যক্তি শ্রীপুর থানায় আমার কাছে আসতে পারবে না। আমার কোন সোর্স নেই, সোর্স হলেন আপনারা সাংবাদিক ভাইয়েরা। আপনারাই হলেন সমাজের রক্ষক এবং একজন সচেতন নাগরিক। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সত্য উদঘাটন করে জনগণের সামনে তুলে ধরবেন, সেই সাথে আমাদেরকেও সাহায্য করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে ইনশাআল্লাহ শ্রীপুর থানাকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব।