স্নেহের শেখ রাসেল
তুমি অসাধারণ
তুমি আছো বাঙালির অন্তরে,
তোমাকে – তোমার স্মৃতি
বাঙালি কি কখনো
ভুলিতে পারে ?
স্বপ্নে বিভোর ছিলে তুমি
হবে আর্মি অফিসার,
তুমি ছোট বলে খুবই আদর
করতেন বঙ্গবন্ধুর পরিবার।
বাবার মতো পোশাক পরে
হতে চেয়েছিলে বঙ্গবন্ধুর মতো,
দেশ উন্নয়নের স্বপ্নে বিভোর
ছিলে যে তুমি কত !
কারাগারে বাবাকে দেখে
বলেছিলে ” বাবা চলো ,
আমাদের রেখে একলা একলা
এখানে রয়েছ কেন বল” ?
কবুতর পুষতে তুমি
মায়া মমতা দিয়ে
বাবার মতো করে,
মাংস খেতে না প্রিয় পাখিটি
যাবে বলে মরে।
অসম্ভব মেধাবী ছিলে তুমি
শিক্ষকগন বলে,
বোনের হাত ধরে হাঁটাচলা
একদিনেই শিখেছিলে।
বাবার সাথে গিয়েছিলে
রাশিয়া,জাপান,
কত যে মজার কত যে স্বপ্নের
ছিল সেই ভ্রমণ।
কত যে স্বপ্ন কেড়ে নিল
হিংস্র হায়নার দলে,
ছোট শিশু রাসেলের স্বপ্ন
ভেঙে চুরমার করে দিলে।