লিটন পাঠান,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের তোঁতা মিয়া হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দুইজনকে যাবজ্জীবন ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯-মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-উপজেলার দীঘলবাক গ্রামের ভিংরাজ মিয়া, সিজিল মিয়া, ফজল মিয়া, জিতু মিয়া ও শাহ আলম এ ছাড়া ইউনুছ মিয়া ও আব্দুল্লাহ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কাইয়ুম, মাসুক মিয়া, অমৃত মিয়া, সফিক মিয়া, শহিদ মিয়া ও সাইফুল ইসলাম। হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. ওমর আলী বাংলানিউজকে জানান।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ১৩ জন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের পহেলা আগস্ট দীঘলবাক গ্রামের তোঁতা মিয়াকে পিটিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। পরদিন নিহতের ছেলে আব্দুল কাইয়ুম ৩৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় ১৩ জনকে অপরাধের মাত্রা অনুযায়ী এ সাজা দেন বিচারক আর অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকিদের খালাস দেওয়া হয়েছে।