মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরকে ৪নং হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা।
শুক্রবার রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ ‘এটিএম জাফর আলম’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।
সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে স্ব-স্ব দফতরে উপস্থিত থাকা, আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহেরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।