সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ দীর্ঘ দিন বৃষ্টির পানির অভাবে মাঠ ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হওয়ার উপক্রম, চারি দিকে হাহাকার মঠের তাপদাহে ফসল ঝলসে যাচ্ছে, আম,লিচু শুকিয়ে ঝরে পড়চ্ছে। কৃষক, আম চাষী মহা বিপদে, পশু পাখি কষ্টে ভুগচ্ছে, দুপুরে রাস্তায় চলা ফিরা করলে শরির মুখ মন্ডল ঝলসে যাচ্ছে। বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার, মধ্য ভান্ডারা, দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসা মাঠে
মুসল্লিরা। মহান রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য সাহায্য চেয়ে ইস্তেখার নামাজ আদায় করেছেন।
১৩ মে (শনিবার) সকাল ৯.৩০ মিনিটে রাণীশংকৈল উপজেলার, মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী, ইস্তেখার ২রাকাত নামাজ আদায় শেষে
৬শতাধিক মুসল্লি দের নিয়ে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, তীব্র খরা আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা।