সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ষড় ঋতুর দেশ এই বাংলাদেশ এখন গ্রীষ্মকাল, এ সময়ে কৃষ্ণচুড়া ও সোনালুর ফুল প্রকৃতিতে মেলে ধরেছে তার আপন রঙ, শাখায় শাখায় লাল হলুদের,রূপে ফুটতে শুরু করেছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রুক্ষ প্রকৃতির মৃদু বাতাসে সুভাষ ছড়চ্ছে এসব ফুল। দৃষ্টি নন্দন কৃষ্ণচুড়া ফুল উপজেলার যাত্রীছাউনি মোড়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেটে,ভান্ডারা প্রাথমিক বিদ্যালয়ে, পাইলট উচ্চ বিদ্যালয়,মুক্তিযুদ্ধের বদ্ধ ভূমি খুনিয়া দিঘিতে,ঐতিহ্যবাহী রামরাই দিঘি,
রাণীশংকৈল থেকে নেকমরদ -বালিয়াডাংঙ্গী মহাসড়ক,রাণীশংকৈল থেকে পীরগঞ্জ সড়কের সাথে, ও সরকারি বেসরকারি অফিস, স্কুল কলেজ মাদ্রাসা, হাট বাজার সহ বিভিন্ন স্থানে চোখে পড়েছে কৃষ্ণচুড়া ফুল।
এবং সোয়ানুল ফুল যা অঞ্চলে বাঁদরলাঠি গাছের ফুল নামে পরিচিত, এ ফুল প্রায় বিলুপ্তির পথে গ্রামের বাঁশঝাড় পরিত্যক্ত জমি ও বিভিন্ন জায়গায় তার সৌন্দর্য ধরে রেখেছে সোয়ানুল।
কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া, সাধারণত এ ফুল এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ফুটে,এর আদি নির্বাস পূর্ব আফ্রিকায়।
সোয়ানুল এর বৈজ্ঞানিক নাম ক্যাশিয়া ফিস্টুল, এর আদি নির্বাস হিমালয় অঞ্চলে একই সময়ে এ ফুল প্রকৃতিতে তার হলুদ রঙের পাপড়ি মেলে ধরেছে।
মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া প্রকৃতিকে সাজিয়েছে তার লালা রঙ দিয়ে, আর সোয়ানুল সাজিয়েছে তার হলুদ রঙে। বর্তমানে সময়ে কৃষ্ণচূড়া ও সোয়ানুল ফুল এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুনে বাড়িয়ে তুলেছে।