বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার ভাটির জনপদ হিসাবে পরিচিত দরবস্ত ইউনিয়নের খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক অভিভাবক দের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২১মে রবিবার সকালে বিদ্যালয়ে আয়োজিত শিক্ষার গুণগত মানউন্নয়নে অভিভাবক দের কে নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।
অনুষ্ঠান পরিচালনা করেন খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জালাল উদ্দীন ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন অভিভাবক দের উদ্দেশ্য বলেন আপনারা অভিভাবক আপনারা পারেন আপনার সন্তানকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে তৈরী করতে। আগামী’র আলোকিত বাংলাদেশ গড়তে একটি মেধাবী জাতি গঠন ও সমৃদ্ধশালী দেশ বিনির্মানে প্রকৃত শিক্ষার অর্জনের কোন বিকল্প নেই।
পরিশেষে সকলের উদ্দেশ্য বলেন প্রকৃত শিক্ষার জ্ঞান লাভ করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে. লেখাপড়ার বিষয়ে শিক্ষক, অভিভাবক সহ সবাই-কে এগিয়ে আসা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন খাজার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান,উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক গোলাম দস্তগীর, সহকারী শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আক্তার হোসাইন, বাবুল আহমদ,নূর উদ্দিন রোকেয়া বেগম, মুক্তিযুদ্ধা মজিজুল হক, বশির আহমদ,মাহমুদ আলী,বাবু সুশিল দেব, ইসমত আলী, সহ আরো অনেক।