উজ্জ্বল কুমার দাস,কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ
কচুয়ায় শিশু ফোরামের কমিটির মেয়াদ শেষ হওয়ার নতুন করে কমিটি পূর্ণগঠন করা হয়েছে।
২২ মে(সোমবার)ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির সহযোগিতায় সকাল ১০ টায় কচুয়া এপির হল রুমে শিশু ফোরামের সক্রিয় অংশ গ্রহণে কমিটি পূর্ণগঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়।এদিন বিগত কমিটির কার্যক্রম মূল্যায়ন ও কন্ঠ ভোটের মাধ্যমে নতুন করে ১৩ সদস্য বিশিষ্ট একটি পিএফএ পর্যায়ের কমিটি গঠিত হয়।কমিটির নামকরণ করা হয় সূর্যকিরণ শিশু ফোরাম হিসেবে।
এদিন পি.এফ.এ পর্যায়ের শিশু ফোরামের প্রতিটি কমিটি থেকে কমিটির সভাপতি,সহ-সভাপতি,সম্পাদক,সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ,সাংগঠনিক সম্পাদক মিলে ৬ জন করে মোট ৩০ জন শিশু ফোরামের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কচুয়া এপি ম্যনেজার তপন কুমার মন্ডল,এপির প্রোগ্রাম অফিসার শিউলি কস্তা,কল্লোল বেনজামিন দাস,ঈশিতা বৈরাগী,সমর হালদার এপির S&CPO অফিসার পলাশ রঞ্জন সরকার প্রমুখ।