মেহেরপুর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ” জলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে একটি জলপায় গাছের লাগানো হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ (গাংনী) আসনের সাংসদ সদস্য মোহাম্মাদ সাহিদুজ্জামান খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, বিভিন্ন স্কুল-কলেজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।