কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা মোতাবেক ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ এ প্রতিপাদ্যে এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এসময় বেলুনসহ ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় এর সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, এনজিও প্রতিনিধি, সনাক (সচেতন নাগরিক সমাজ) এর প্রতিনিধি, শিল্প কারখানার প্রতিনিধি, স্কাউটস এর সদস্যবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষে পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও বই বিতরণসহ ফলজ গাছের চারা বিতরণ করা হয়।