হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকার ইজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫৫) নামের ইজিবাইক চালকের গলা কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও ইজিবাইক চালক। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল আলম।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরের পর থেকে হোটেল ইজাজ প্লাজার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের বিষয়টি কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় হোটেল ইজাজ প্লাজার চারতলার একটি তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, গত শুক্রবার বিকাল ৩টার দিকে কে বা কারা আব্দুর রহমানকে ফোন দেয়। তারপর সে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ে। তারপর থেকে সে আর বাড়ি ফেরিনি। পরদিন সদর থানায় তার নিখোঁজের একটি সাধারণ ডায়রি করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামের ইজিবাইক চালক আব্দুর রহমান বলে সনাক্ত করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে বিষয়টি আরো পরিষ্কার করা হবে। অপরাধীকে আটক করতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই মাঠে নেমেছে। এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।