বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার প্রান্তিক গরীব চাষীদের মধ্যে
সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।
গত ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এসব বীজ-সার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রান্তিক চাষীদের কৃষি ব্যবস্থার উন্নয়নে নানা ভাবে কৃষি উপকরণ দিয়ে সহায়তা করে আসছে। সরকারী সুযোগ-সুবিধা পাওয়ায় কৃষকরা কৃষি কাজে এগিয়ে এসেছেন। ফলে খাদ্য উৎপাদন দেশে অনেকটা বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সোয়েব উদ্দিন।
উপজেলা কৃষি অধিদপ্তর চলিত অর্থ বছরে খরিক মৌসুমে আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬টি ইউনিয়নের ৬ শত ৭০জন প্রান্তিক চাষীদের মাঝে ৫ কেজি করে বীজ এবং বিভিন্ন রকম ৩০ কেজি করে সার বিতরণ করা হয়।