রাকিব হোসেনঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন খিলগাঁও সরকারি বাস ভবন সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু করেছে কলোনীবাসী।
শুক্রবার (১৬ জুন) সকালে খিলগাঁও সরকারি বাসভবনে মশক নিধন বিশেষ অভিযানের উদ্বোধন করেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।
তিনি বলেন’ ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্ষা মৌসুমের শুরুতেই আমরা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতিটি ওয়ার্ডের নেয় এ কলোনিতে মশক নিধন অভিযান চলবে’।
তিনি আরো বলেন’ শুধু সিটি কর্পোরেশন নয়, ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। জনগণ সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা নিজেরাই ডেঙ্গুর প্রজননক্ষেত্র তৈরি করি ‘ বাসার ছাদ বাগানে পানি জমিয়ে রেখে লার্ভা সৃষ্টি করছি। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অত্র কলোনির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন সাদু।
অত্র কলোনির সুযোগ্য সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের দিকনির্দেশনায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রিয়াদ আমিন, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল কালাম আজদ, শহীদুল ইসলাম শহীদ।
সহ-সভাপতি-১সৈয়দ আলমগীর হোসেন, সহ-সভাপতি ২ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম।
দপ্তর সম্পাদক শফিউল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাহিত্য পাঠাগার সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক এম এ হান্নান, মহিলা সম্পাদিকা মাসুদ আক্তার রুনা, কার্যকারী সদস্য আনোয়ার হোসেন, শামসুল আলম, ইউনুস আলী, রুহুল আমিন, হেমায়েত উল্লাহ, লিয়াকত আলি, জুয়েল সরকার, আব্দুল মতিন, বাচ্চু মিয়া, হাবিবুর রহমান, আব্দুল গনি, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, মাসুদ করিম, বেগম মেরিনা আফরোজ, মিসেস পরশমণি, সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।