আরিফুজ্জামান চাকলাদারঃ আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের পানাইল গ্রামে বাসিন্দা সৈয়দ বাবন আলী ওরফে আশরাফ আলী ও তার মেয়ে সালমা বেগমের নামে ১৮ টি সিআর মামলা দীর্ঘদিন পলাতক থাকায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে রাজধানীর খিলক্ষেত থানা এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা পুলিশ। ক্ষুদ্র পল্লী উন্নয়ন সংস্থা’ নামে এনজিও খুলে গ্রাহকের কাছ থেকে বিপুল অর্থ ও স্বর্নলংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় ১৮ মামলায় থাকা দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তাদের ধরতে একাধিক অভিযান চালানো হয়। কিন্তু প্রতিবারই তারা পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের বাসিন্দা সৈয়দ বাবন আলী ওরফে আশরাফ আলী ও তার মেয়ে সালমা বেগম ২০১০ সালের দিকে ‘ক্ষুদ্র পল্লী উন্নয়ন সংস্থা’ নামে একটি এনজিও করেন। তারা গ্রাহকদের বিপুল আমানত নিয়ে পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ১৮টি মামলা হয়। এসব মামলায় আদালত দশটিতে একবছর করে এবং মোট ৩৮ লাখ ৪০ হাজার টাকার জরিমানা করেন। তাছাড়া মামলার পর থেকে পালিয়ে থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাদের গ্রেপ্তারে অভিযান চালালেও তা ব্যর্থ হয়। আবু তাহের আরও জানান, অভিযুক্তদের ধরতে আলফাডাঙ্গা থানার এসআই বিনয় বাড়ৈ, বিট অফিসার এসআই মোশারফ হোসেন, এসআই রবিউল ইসলাম যৌথভাবে তৎপরতা চালান। তথ্যপ্রযুক্তির সহায়তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় সোমবার ভোরে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আলফাডাঙ্গা থানায় আনা হয়। আসামীরা নিজেদের গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ছদ্মনামে রাজধানীতে আত্মগোপনে ছিলেন। এসময় তারা এলাকার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। সালমা বেগমের বিরুদ্ধে পাঁচটি সিআর সাজা এবং চারটি সিআর পরোয়ানা রয়েছে। এছাড়া তার বাবা সৈয়দ আশরাফ আলীর বিরুদ্ধে পাঁচটি সিআর সাজা এবং চারটি সিআর পরোয়ানা আছে বলে জানান ওসি।