মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে উলামায়ে মাশায়েখ পরিষদ।
শুক্রবার (৭ই জুলাই) জুম্মার নামাজের পর ডোমার বাজার বাটার মোড় থেকে উপজেলা শাখা উলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।
ডোমার উপজেলা শাখা উলামায়ে মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা উলামায়ে মাশায়েখ পরিষদের সেক্রেটারি জেনারেল মাওলানা মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আরেফী, তরুণ ইসলামিক বক্তা আবু সাঈদ প্রমূখ সহ বিভিন্ন উলামায়ে কেরামগণ।
উল্লেখ্য, সম্প্রতি গত পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে আগুন লাগানো হয়। এরই প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আন্দোলন চলছে সাধারণ মুসলিমদের।