মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তথ্যসূত্রে জানা যায়,৭ জুলাই শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে মানিক চন্দ্র শীল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মানিকের ভাগ্নে তন্ময় শীল (১৪)।
ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে লালমোহনে যাওয়ার পথে কুঞ্জের হাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেল বাইকের গতিসীমা কন্ট্রোল না করতে পেরে রাস্তার পাশে সুপারি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মানিক চন্দ্র মারা যান এবং তার সঙ্গী তন্ময় কে আহত অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে ভোলা সদর হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত মানিক চন্দ্র লালমোহন উপজেলার ৪ নং চরভূতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদানন্দ শীলের ছোট ছেলে,তিনি লালমোহন বাজারে হিরো মোটরসাইকেলের একটি শো-রুমে চাকরি করতেন এবং তার ভাগ্নে তন্ময় স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান,মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মানিক চন্দ্র শীল নামে একজন নিহত হয়েছেন সাথে আরো ১ জন আহত হয়েছে।
তিনি আরো জানান,কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
September 26, 2024