সাতক্ষীরা জেলা: বিশেষ প্রতিনিধি: জাকিরুল ইসলামঃ বাংলাদেশের সকল উপজেলার মধ্যে সর্ববৃহৎ হলো সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলা। এখানকার বৃহত্তম আয়তনের সাথে স্থানীয় বৃহৎ জনগোষ্ঠীর বসাবস ও অবিচ্ছেদ্য। প্রাকৃতিক নানান বিপর্যয় ও হরেকরকম প্রতিকুলতা নিত্য যাদের সঙ্গী। এর ফলে এখানকার মানুষের মধ্যে মধ্যবিত্ত পরিবারের চেয়ে নিন্মবিত্ত পরিবারের সংখ্যাই বেশী। স্থানীয় জনগোষ্ঠীর চাহিদার অন্তখুঁজে পাওয়া বেশ কঠিন বটে তবুও মানবতার ফেরিওয়ালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জনাব সাঈদ-উজ-জামান সাঈদ সর্বদা প্রফুল্ল্যচিত্তে ছুটে চলেন তার এলাকার বাসিন্দারা যাতে একটু ভালো থাকে সে আশায়। বিচারক হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর নানাবিধ অভিযোগের প্রতিকার দিতে তাকে প্রায় সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকাটা চোখে পড়ার মতো তাছাড়া বিভিন্ন সরকারি সেবা সহজিকরণে তারদ্বারা জনকল্যাণকর সুপারিশ সর্বদা চলমান থাকাটা আকষ্মিক কিছু নয়। আইনত বাধ্যবাধকতার কারণে স্থানীয় বাসিন্দাদের এতো শত চাহিদার যোগান দিতে না পারলেও তার নিকট থেকে হতাশ হয়ে কোন ব্যক্তিই ফিরে না, কথাটি স্থানীয় জনগোষ্ঠীর সাথে কথা বল্লেই জানতে পারবেন আপনিও। এ ধরণের নিঃস্বার্থ সমাজ সেবক ও সমাজ সংস্কারক আজকের সমাজে খুঁজে পাওয়াটা অনেকটা দুঃসাধ্য বটে। তাই আলোচিত কণ্ঠ পরিবারের পক্ষ থেকে তার এহেন কৃতকর্ম কে সাধুবাদ জানাচ্ছি।