আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া কক্সবাজারঃ কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগ পেকুয়া উপজেলা শাখার জরুরী বর্ধিত সভা থেকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগে দ্বি-খন্ড কারীদের বিরুদ্ধে কঠোর ঘোষণা দিলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম।
(১১জুলাই)বিকাল ৪টার দিকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধু সৈনিকলীগ পেকুয়া উপজেলা শাখার জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোছাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুদ্দীন খালেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক,সভাপতি আজম খাঁন, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেইন, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম সাহেদ, সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগ পেকুয়া শাখার ব্যানার টাগিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাহলে পেকুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দাঁত ভাঙ্গা জবাব দেবে। এপিএস সালাউদ্দিনের এজেন্ডা বাস্তবায়নের জন্য জামাত বিএনপি এর এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ আওয়ামীলীগকে দ্বি-খন্ড করার জন্য আগামী ২০২৪ সালের নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় যেতে না পরে সেই স্বপ্ন নিয়ে জামাত বিএনপি এর সাথে হাত মিলিয়ে শিলং মিশন বাস্তবায়ন করতে চাই। পেকুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এই মিশন বাস্তবায়ন করতে দেবে না।
পরে মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ শাকিলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।