সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ সরকারী বেসরকারী ও সামাজিক (ফেডারেশন) সংস্থা এবং পেশাজীবি উন্নয়ন সংগঠনের অংশ গ্রহনের মাধ্যমে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ওয়াশের বর্তমান পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দাতা সংস্থা ও প্রকল্পের স্টেক হোল্ডারদের করনীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ সভার আয়োজন করে সঙ্গ প্রকল্প ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সভায় ওয়াশ কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করার লক্ষ্যে সব পক্ষের যৌথ অংশ গ্রহনের মাধ্যমে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় কোরডিয়েট এবং আরডিআরএস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সাসটেইনড অপরচুনিটি ফর নিউট্রিশন গর্ভনেন্স (সঙ্গ) প্রকল্প গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬ টি উপজেলায় মা-শিশু স্বাস্থ্য ও পুষ্টিউন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ড এইড, ওয়াশ এডভাইজার এস.এম মোতাকাব্বিরুল। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গ প্রকল্পের আহসানুল কবির ও নাজমুলর হক।