স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে সরকারী ও বেসরকারীর প্রতিষ্ঠানের সাথে সেফটি অডিট নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রবিবার বেলা ১১টায় পটুয়াখালীতে সরকারী ও বেসরকারীর প্রতিষ্ঠানের সাথে সেফটি অডিট নিয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হলরুমে (ওজঈ) সহযোগিতায় জাগো নারী কর্তৃক বাস্তবায়িত সেফটি অডিট এর মাধ্যমে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডাঃ মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক, আফম আরাফাত হোসেন, অনুষ্ঠানে জাগোনারী রাঙ্গাবালী প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান প্রিন্স এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী এ্যাডঃ মোঃ আবু বকর সিদ্দিক, সাংবাদিক আতিকুল আলম সোহেল,পরিবার পরিকল্পনা রাঙ্গাবালি উপজেলার পরির্দশক মোঃ আরাফাত হোসেন, ছোট বাইশদিয়া ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হাওলাদার সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী,রাঙ্গাবালী, ছোট বাইশদিয়া, চরমোন্তাজ ইউনিয়নের ইউপি সদস্য উপস্থিত ছিলেন। উক্ত সভায় এ্যাড: মোঃ আবু বকর সিদ্দিক বলেন সংবিধানে মৌলিক অনুচ্ছেদ ২৮ অনুযায়ী অবস্থানগত কারনে বৈষম্য স্থান করা যাবে না সুতরাং দূর দূরান্ত যদি মান সম্মত চিকিৎসা সেবা যদি না পাওয়া যায়, তাহলে মৌলিক অধিকার খন্ডিত হয়, এই বিষয় সংশ্লিষ্ট সরকারের দৃষ্টি আকর্ষন করছি।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024