পুঠিয়া উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ আজ (৩১-জুলাই) বিকেল ৪-ঘটিকায় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে,বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিতব্য হয়।
ছেলে ও মেয়েদের মেধ্যে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,প্রথম ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন,ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ভাড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সেই খেলায় ১-০ গোলে জয় লাভ করে,ভাড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরে ছেলেদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়,দুটি দল হল পালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দিঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়,এই খেলায় ৪-২ গোলে জয় লাভ করে দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলার চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু,সভাপতি করেন,এ কে এম নূর হোসেন নির্ঝর,উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়ার রাজশাহী।
আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস পুঠিয়ার রাজশাহী,উপস্থিত ছিলেন,এ বি এম সানোয়ার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার,মোহাম্মদ লুৎফর রহমান,সহকারি শিক্ষা অফিসার পুঠিয়া উপজেলা ,মোঃ আব্দুল সালাম,সহকারি শিক্ষা অফিসার,পুঠিয়া উপজেলা।
মেয়েদের সর্বোচ্চ গোলদাতা লামিয়া গোল (২) ম্যান অব দি টুর্নামেন্ট,মেহেরিন,ছেলেদের সর্বোচ্চ গোলদাতা,মুশফিক রাকাত গোল (৩) দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ম্যান অফ দি টুর্নামেন্ট,আব্দুল্লাহ আল সামি,দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সবশেষে,চাম্পিয়ন ও রানারআপ দুই টিমের মাঝে,পুরস্কার বিতরণ করা হয়।