মোঃ ইকবাল হোসেনঃ জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে পালিত হয়েছে।
সকালে প্রথমে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানা, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় প্রমূখ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন।
এরপরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, মাহফুজা ইয়াসমিন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিন ইসলাম রুবেল, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অংগসমূহের নেতা কর্মী গন।
পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত শেষ করে সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি নেতাকর্মীদের ভুরি বোজ করান।