মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভিক্ষুকমুক্ত করতে ও তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে ৬ জন ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, দোকানের মালামাল, চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।
১১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টায় রানীশংকৈল উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব চত্বরে রানীশংকৈল উপজেলা প্রশাসন ও ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় অসুষ্ঠু তালিকাভুক্ত ভিক্ষকুদের মাঝে এসব দোকান ঘর ও চার্জার ভ্যান বিতরণ করা হয়। অনুষ্ঠানে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রানীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সমাজসেবা কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
এ সময় রানীশংকৈল উপজেলার নেকমরদ ভুকুরগাঁও গ্রামের সলিমউদ্দিন, যদুয়ার গ্রামের বাহাদুর, দোশিয়া গ্রামের আব্দুলকে একটি করে অটো চার্জার ভ্যান এবং সন্ধারই সাতঘরিয়া গ্রামের মোকবুল হোসেন, হাটগাঁও গ্রামের বদিউল আলম এবং কোচোল গ্রামের রমজান আলীকে একটি করে দোকান ঘর নির্মাণ করে তাদের হাতে দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়।