আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজাপুর উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। উপজেলার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে রাজাপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ হেদায়েতুল্লাহ ফয়েজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, পীর সাহেব কারিমপুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সাংগঠনিক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন,
মাওঃ আল আমীন দোহারী, মাওঃ ইব্রাহিম আল হাদী, মুফতী সাইদ আহমেদ নোমানী, আ: কাদের তাওহীদি, মাওঃ কাজী মো: জাহাঙ্গীর হোসেন, ইসহাক বীন আব্দুল আউয়াল, মো: নুরুল ইসলাম খন্দকার, হযরত মাওঃ ওমর ফারুখ, ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, মাওঃ আল আমীন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার দেশ পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের মানুষ আজকে অতিষ্ঠ। দেশের বড়বড় আলেমদের কারাগারে বন্দী করে রেখেছে। বিগত দিনে প্রতারণার মাধ্যমে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। এবারো চাচ্ছে তারা একই কাজ করতে। কিন্তু এবার আর তা হতে দেয়া হবে না। রাজপথে থেকে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সকল অনিয়ম কঠোর হস্তে দমন করবো।