কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের কচুয়ায় সমাজ প্রগতি সংস্থার আয়োজনে কেন্দ্র শিক্ষকদের সাথে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে পরিচালিত আউট-অফ-স্কুল চিলড্রেন (পিইডিপি-৪) এর শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্যে কচুয়া উপজেলার ৩৫ জন কেন্দ্র শিক্ষক ও মোড়েলগঞ্জের ১৫ জন কেন্দ্র শিক্ষকদের নিয়ে এ মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
২৬ (সেপ্টেম্বর) কচুয়া হাজেরা খাতুন হেলথ কেয়ার লিঃ এর কনফারেন্সে রুমে কচুয়ার শিখন কেন্দ্রের শিক্ষক দের সাথে এবং ২৭ (সেপ্টেম্বর) মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি মহিলা কলেজ হলরুমে মোড়েলগঞ্জের শিখন কেন্দ্রের শিক্ষকদের নিয়ে আলাদা-আলাদা এ মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ প্রগতি সংস্থার ইউপিএম মোঃতরিকুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাংবাদিক মোঃহাচান শেখ,সমাজ প্রগতি সংস্থার কচুয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার উজ্জ্বল কুমার দাস,বাদশা শেখ ও মোড়েলগঞ্জ উপজেলার সুপারভাইজার আঞ্জুমানারা বেগম।এছাড়াও কচুয়া ও মোড়েলগঞ্জের মোট ৫০ জন কেন্দ্র শিক্ষক/শিক্ষিকা অনুষ্ঠিত মাসিক মিটিং এ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য লিড এনজিও সুখী মানুষের মাধ্যমে সহায়ক সংস্থা হিসাবে সমাজ প্রগতি সংস্থা গত বছর থেকে কচুয়া ও মোড়েলগঞ্জে মোট ৫০ টি শিখন কেন্দ্রের মাধ্যমে আউট-অফ-স্কুল চিলড্রেন শিক্ষা কার্যক্রমে সহায়তা করে আসছে।