লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ খোকন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শুক্রবার ২৯ সেপ্টেম্বর বেলা ১১.১০ ঘটিকায় ১০ (দশ) কেজি গাঁজাসহ কিশোরগঞ্জ সদর থানার রশিদপুর এলাকায় ভৈরব-ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মো. খোকন (৫৫)কে পাইকারি গাঁজা বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । ধৃত মো. খোকন (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত তোরাব আলীর ছেলে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে এবং তার হেফাজত থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে বিক্রি করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।