মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরা আকাশে। সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’-এ রুপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেটি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশের বিভিন্ন উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এদিকে বিরামহীন বৃষ্টি আর ঝড়ের সময় এগিয়ে আসায় উপকূলবাসীর উদ্বেগ বেড়েছে। নিম্নচাপের প্রভাবে জেলায় আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। উপকূলীয় এলাকার অধিকাংশ বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। বিভিন্ন স্থানের বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে এসব এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে এলাকাবাসীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোর ঝুঁকিপূর্ণ এলাকায় এক নম্বর সতর্কতা সংকেত অবলম্বন করতে বলা হয়েছে। পরবর্তী সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হবে।