মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ শেরপুরে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচী প্রত্যাখান করে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ। ০১ নভেম্বর নভেম্বর বুধবার মিছিল শেষে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শাহ জামাল সিরাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা নাজমুল আলম খোকন, আবিদ হাসান সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নুরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাদাত হোসেন নিহাল উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এটি কেবল নিরাপত্তার খাতিরে। এছাড়া বিএনপি-জামায়াতের পক্ষ থেকে অবরোধ ডাকা হলেও সড়কে কিন্তু বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। এসব যানবাহন চলাচলে যেন বিগ্নতা না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।