মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’–এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে আজ। শনিবার (৪ঠা নভেম্বর) সকালে ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বসুন্ধরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন—ডোমার উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান। এসময় আরও বক্তব্য রাখেন—ডায়মন্ড সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুর ইসলাম দুলাল মাস্টার, মানব কল্যাণ সমবায় সমিতির হরিপদ রায়, পিডিপি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির জামাল উদ্দিন আহমেদ জামান, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ সাদিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে, সরকারি খাতে সবচেয়ে বেশি অডিট ফি ও সিডিএফ প্রদানের জন্য জনকল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, মানব কল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং প্রত্যাশা ভোগ্যপন্য সমবায় সমিতি সহ মোট ৩টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে প্রায় দুই শতাধিক সমব্যয়ীবৃন্দ উপস্থিত ছিলেন।