জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ইউরোপের দেশ ইতালিতে ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশীদের সংখ্যা। আর নতুন একটি দেশে এসেই পরতে হয় ভাষার বিড়ম্বনায়। কর্মক্ষেত্র সহ যাতায়াতের সময় কিছু জানার থাকলে বলতে হয় ইতালিয়ান ভাষা। ইতালিয়ানরা অনেকেই ইংরেজি না জানায় ও বলতে না পারায় ইতালিতে নতুন যারা এসেছে অভিবাসী তাদের সমস্যার সম্মুখীন হতে হয় ইতালিয়ান ভাষা না জানার কারনে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইতালিতে বাড়ছে অভিভাষণ প্রত্যাশীর সংখ্যা । একটা সময় ছিলো ৯০ এর দশকে কিছু সংক্ষক বাংলাদেশীর আগমণ ঘটে ইতালির রোম শহরে। যতদূর যানা যায় ২৫ থেকে ২৮ জন বাংলাদেশী । পর্যায়ক্রমে বছর যতো বাড়তে থাকে বাংলাদেশীদের সংখ্যা ও বাড়তে থাকে। বর্তমানে ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের সংখ্যা আনুমানিক তিন (৩) লাখের উপরে। এখানে বসবাস করছে স্ব পরিবারে অনেকেই। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী শিশুদের জন্য বেশ কয়েকটি শহরে গড়ে তুলেছেন নিজ উৎদ্যােগে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান । সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা শিক্ষার পাশাপাশি চালু করা হয়েছে ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স। ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী শিশুরা যেনো নিজ মাতৃভাষা কে বুকে ধারন করতে, লিখতে ও পড়তে পারে , দেশীয় সংস্কৃতি যাতে প্রবাসের মাটিতে হারিয়ে না যায় সেই লক্ষে ১৮ বছর পূর্বে কয়েকজন বাংলাদেশী ব্যাক্তিগত উৎদ্যােগে প্রতিষ্ঠা করেন ভেনিস বাংলা স্কুল । বিদ্যালয় টিতে শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেয়া হয় বাংলা শিক্ষা । বিদ্যালয় কতৃপক্ষ পাশাপাশি নতুন যারা ইতালিতে আসছেন তাদের দ্রুত সময়ে ইতালিয়ান ভাষা শিক্ষার জন্য ২০০৬ সাল হতে শুরু করেছেন ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স। একজন ইতালিয়ান ও দুই জন বাংলাদেশী শিক্ষিকা দ্বারা ৩০ ঘন্টার এই কোর্সে ইতালিয়ান ভাষা শিখছেন শতাধিক বাংলাদেশী। ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স চলাকালে পরিদর্শনে এলে কথা হয় ইতালিয়ান নাগরিক জুলিয়ার সাথে। তিনিও বাংলা ভাষা শিখছেন একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে। ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সে এসে শিক্ষার্থীদের সাথে বাংলায় কথা বলে উপস্থিত সবাইকে অবাক করে দিয়েছেন।
ইতালির রাজধানী রোম , ভেনিস, মিলান , মনফালকুনে , ব্রেসিয়া , ত্রেভিজো শহরে গড়ে উঠেছে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান । ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার বলেন , তাদের মতো সব বাংলা স্কুলে যদি ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স চালু করা হয় তাহলে ইতালিতে নতুন আসা বাংলাদেশীরা দ্রুত সময়ের মধ্যে ইতালিয়ান ভাষা শিক্ষা নিয়ে কর্মস্থলে ও অফিসিয়াল বিভিন্ন নিজ কাজের জন্য কোন দো ভাষির সহায়তা ছাড়াই সমস্যা সমাধান করতে সক্ষম হবে ।